লবুল ললিতকলা একাডেমি (বাফা)

প্রিয় শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম।

আমাদের আজকের শিশুরাই আগামী দিনের আলোকবর্তিকা—যারা গড়ে তুলবে একটি সুস্থ, সচেতন ও সাংস্কৃতিক বাংলাদেশ। কিন্তু আধুনিকতার নামে ছড়িয়ে পড়া বিকৃত সংস্কৃতির এই সময়ে, শিশুদের সঠিক পথ দেখানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

শুধু পাঠ্যপুস্তক শিক্ষা নয়, তাদের হৃদয়ে দেশীয় সংস্কৃতির বীজ বপন করাও জরুরি—যাতে তারা বেড়ে ওঠে নৈতিকতা, সৌন্দর্যবোধ এবং মানবিক গুণাবলিতে পরিপূর্ণ একজন পরিপূর্ণ মানুষ হিসেবে।

বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) এই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। বাফার শিক্ষকবৃন্দ দেশের সংস্কৃতি অঙ্গনে স্বনামধন্য, যাঁদের শ্রম ও নিষ্ঠা আজ একটি শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি নির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে।

আমাদের মূল লক্ষ্য—শিশু ও তরুণদের মাঝে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করা, অপসংস্কৃতির ছোঁবল থেকে তাদের রক্ষা করা, এবং একটি মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা।

শ্রদ্ধা ও শুভেচ্ছাসহ,

Wellcome to our website...